Barak Valley

রাহুলকে রাবণ চিত্রিত, করিমগঞ্জে পুড়লো কুশপুতুল

করিমগঞ্জ : রাহুল গান্ধীকে রাবণের সঙ্গে তুলনা করায় গোটা দেশজুড়ে সরব হয়েছে কংগ্রেস৷ বাদ যায়নি করিমগঞ্জও৷ শনিবার প্রতিবাদ সাব্যস্ত করে অমিত শাহ ও মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কুশপুতুল জ্বালিয়েছে জেলা কংগ্রেস৷ এতে আগামী নির্বাচনে বিজেপির পতন নিশ্চিত বলে মন্তব্য করেছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷

রাবণের সঙ্গে রাহুল গান্ধীর তুলনা করায় বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ সাব্যস্ত করছে কংগ্রেস৷ শনিবার কমলাক্ষ দে পুরকায়স্থের উপস্থিতিতে করিমগঞ্জেও প্রতিবাদ সাব্যস্ত হয়েছে৷ এতে অমিত শাহ ও হিমন্তবিশ্ব শর্মার কুশপুতুল জ্বালিয়েছেন জেলা নেতৃত্ব৷

বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী ও কমলাক্ষ তীব্র ক্ষোভ ব্যক্ত করেন৷ তাঁরা বলেন, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে৷ দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে হাওয়া বইতে শুরু হয়েছে৷ ফলে বিজেপি রাহুল গান্ধীকে নিয়ে অপমানজনক মন্তব্য করতেও পিছপা হচ্ছে না৷ আগামী লোকসভা নির্বাচনে বিজেপির পতন নিশ্চিত৷ দেশবাসী বিজেপিকে চিরতরে বিদায় জানাতে তৈরি, মন্তব্য করেন কমলাক্ষ ও রজত৷

Show More

Related Articles

Back to top button