Barak Valley
লঙ্গাই চা ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি বহু

পাথারকান্দি : বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার লঙ্গাই চা বাগানের ফ্যাক্টরি। ঘটনাটি সংঘটিত হয়েছে আজ বুধবার বেলা আড়াইটা নাগাদ। এ ঘটনায় বাগানের বহু ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, শর্ট সার্কিটের দরুন আজ বাগানের ফ্যাক্টরির বৈদ্যু্তিক চুল্লিতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের সময় শ্রমিকরা চা তৈরির কাজে নিয়োজিত ছিলেন। আগুনের লেলিহান শিখায় ফ্যাক্টরির কিছু মূল্যবান যন্ত্রাংশ এবং উপরের চালা নষ্ট হয়ে গেছে।
ঘটনার খবর দেওয়া হয় পাথারকান্দি অগ্নিনির্বাপক কেন্দ্রে। খবর পেয়ে দুটি ইঞ্জিন নিয়ে দমকলের জওয়ানরা ছুটে যান বাগানে। তাঁরা বহু কসরত করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে গোটা ফ্যাক্টরি। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।