নেতাজী ব্যায়াম সঙ্ঘের সাফল্য

nTB Desk, 19 Dec: হাইলাকান্দি জিলা যোগা এসোসিয়েশন এবং যোগাসন স্পোর্টস এসোসিয়েশন অব আসাম ও আসাম যোগা এসোসিয়েশনের তত্বাবধানে গত রবিবার হাইলাকান্দি ওমেন্স কলেজে আয়োজিত হয় বরাক উপত্যকা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় বরাকের বিভিন্ন যোগাসন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। করিমগঞ্জের নেতাজী ব্যায়াম সঙ্ঘের ছাত্র ছাত্রীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং মোট চৌদ্দটি পুরস্কার আনতে সক্ষম হয়।
পুরস্কার প্রাপকদের মধ্যে অনুর্ধো ৬ বছরের বালিকা বিভাগে দ্বিতীয় ওয়ানিয়া নৌরিন ও তৃতীয় নিহারিকা পাল, ৬ থেকে ৯ বছরের বালিকা বিভাগে তৃতীয় ইপ্সিতা দাস ও বালক বিভাগে দ্বিতীয় সিদ্ধার্থ দেব, ৯ থেকে ১২ বছরের বালিকা বিভাগে দ্বিতীয় মিসমী চন্দ ও তৃতীয় এসা শুক্লা, একই বয়সের বালক বিভাগে প্রথম মহিক্ষিত দাস, ১২ থেকে ১৫ বছরের বালিকা বিভাগে প্রথম সপ্তমী পাল পুরকায়স্থ ও বালক বিভাগে প্রথম অর্নব পুরকায়স্থ, দ্বিতীয় সাক্ষ রায় চৌধুরী ও তৃতীয় সৌভিক দাস, ১৫ থেকে ২০ বছর বালক বিভাগে দ্বিতীয় তাপস নমশূদ্র।
সর্বশেষে সকল বিভাগের প্রথম স্থান অধিকার করা প্রতিযোগিদের নিয়ে আরম্ভ হয় চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন প্রতিযোগিতা এবং নেতাজী ব্যায়াম সঙ্ঘের অর্নব পুরকায়স্থ প্রথম রানার্স আপ ও মহিক্ষিত দাস দ্বিতীয় রানার্স আপ স্থান অর্জন করে।
অতিথিদের মধ্যে উপস্থিত ডাঃ হীরেন সরকার, হাইলাকান্দি জিলার ডি. এস.অ মিস ঝিমলি বরা, হাইলাকান্দি যোগা এসোসিয়েশনের সভাপতি অভিজিৎ দে এবং সাধারণ সম্পাদক তথা প্রতিযোগিতার মূখ্য আয়োজক শ্যামল শর্মা, বিচারক সঞ্জয় দাস, সঞ্জু নাথ ও রূপা কর তথা শিলচর যোগ নিকেতনের প্রশিক্ষক পিংকু রঞ্জন পালের উপস্থিতিতে সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো।
নেতাজী ব্যায়াম সঙ্ঘের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন সঙ্ঘের প্রশিক্ষক পরমজিৎ চৌধুরী এবং এক প্রেস বার্তার মাধ্যমে উনি আমাদের জানান।