লাচিত সেনাক নিষিদ্ধ ঘোষণার দাবী জানালো উত্তর আসামের বিভিন্ন বাঙালি সংগঠন

শম্ভু দাশ, ধেমাজি : বরাক উপত্যকার পর এবার উত্তর আসামের বিভিন্ন বাঙালি সংগঠন লাচিত সেনার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। দুর্গাপূজায় আসামের বিভিন্ন এলাকার মণ্ডপে বাংলা লেখা ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে আসামের বিভিন্ন বাঙালি সংগঠন। লাচিত সেনার এই জঘন্য কর্মকাণ্ডে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বরাক উপত্যকার পর এবার উত্তর আসামের বিভিন্ন বাঙালি সংগঠন লাচিত সেনার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। শিলাপাথর বাঙালী যুব ছাত্ৰ ফেডারেশন, বাঙালী জাতীয় পরিষদ সহ বেশ কয়েকটি বাঙালি সংগঠন একত্রিত হয়ে লাচিত সেনাকে নিষিদ্ধ ঘোষণার দাবী জানিয়েছে।
সংগঠনে কর্মকর্তারা নিজেদেরকে অসমের ‘খিলঞ্জীয়া অসমীয়া বাঙালী দাবী করে, বাংলা ভাষার উপর অপমান সহ্য করা হবে না হুমকি দিয়েছে।হিন্দু সনাতনীদের পূজা মণ্ডপে হামলার পর লাচিত সেনার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় হিন্দুত্ববাদী বিজেপি সরকারের নিন্দা জানিয়ে মামাকে বিদায় দেওয়ার ডাক দিয়েছে সংগঠনগুলো।
শ্রী কৃষ্ণ রাস মহোৎসবে কংস মামাক হত্যা করেছিলেন। কিছুদিন পর রাস মহোৎসব আসছে, এই মহোৎসবে আসামের মামাকে বিদায় দেওয়ার ডাক দিয়েছে আসামের বিভিন্ন বাঙালি সংগঠন।