খেল মহারণের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, করিমগঞ্জ : আজ করিমগঞ্জ জেলা গ্রান্থাগারের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল খেল মহারণের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান৷ গত ৯-১৩ ডিসেম্বর অবধি অনুষ্ঠিত হয় উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি ভিত্তিক খেল মহারণ৷ আজ ছিল এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান৷ জেলার ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এদিন মোট ১৭ জন ক্রীড়াব্যক্তিত্বকে আয়োজক কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়৷ এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা আয়ুক্ত মৃদুল যাদব জানান, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে আয়োজিত এই খেল মহারণটি করিমগঞ্জে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে৷ যারা পুরষ্কার পেয়েছেন তারা আগামীতে জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন৷ যারা পুরষ্কার পাননি তাদের certificate দেওয়া হয়েছে৷ এটা ১ম সংস্করণ৷ আগামীতেও এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে বলে তিনি জানান৷ এদিনের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব, DSO ঝিমলি বরা, DSA সভাপতি অমলেশ চৌধুরী, প্রাণেশ রঞ্জন দেব, ড. মণিশংকর দাসগুপ্ত, শম্ভু লাল গোয়ালা, রজত দাস, সুখেন্দু বিকাশ পাল, BDO অঞ্জনা পাল, বাকস সভাপতি জাকির হুসেন, ASP প্রতাপ দাস৷ আমন্ত্রিত অতিথিরা জয়ী খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন৷