বাজারিছড়া নেতাজি সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

লোয়াইরপোয়া : সমাজসেবামূলক কাজ অব্যাহত বাজারিছড়ার ঐতিহ্যবাহী কালাছড়া নেতাজি সংঘ ক্লাবের৷ ক্লাবের তরফ থেকে একটি চক্ষু শিবিরের আয়োজন করা হয় আজ৷ শিবিরে উপস্থিত ছিলেন শিলচরের ইআরসি চক্ষু চিকিৎসালয়ের বিশেষজ্ঞরা৷ মুখ্য চিকিৎসক হিসাবে দায়িত্বে ছিলেন শিলচরের ডঃ প্রকাশ সোম৷
বুধবার কালাছড়া নেতাজি সংঘ ক্লাব ও ইআরসি চক্ষু চিকিৎসালয়ের উদ্যোগে এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়৷ এতে মোট ২৩৫ জন রোগীর চক্ষু পরীক্ষা করেন চিকিৎসক প্রকাশ সোম৷ তাঁর সঙ্গে ছিলেন আরও ৩ জন চিকিৎসক৷ প্রয়োজনে রোগীদের অস্ত্রপ্রচারও করা হবে বলে জানা গেছে৷ আজকের এই শিবিরে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সন্দীপ কর পুরকায়স্থ এবং স্বপন দাস৷
নেতাজি সংঘের এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন অখিল চক্রবর্তী, সন্দ্বীপ কর পুরকায়স্থ, রজত নাগ, স্বপন দাস, বিভাস দাস, অমিতাভ দে, রতন চক্রবর্তী, সন্দীপ পাল, মমি দে, দিলীপ দেবনাথ, সত্যম দে, ভুবন সূত্রধর, সুজয় পাল, সৃজন দাস ও অন্যান্যরা৷