Barak Valley

শনবিল উপকূলে বন্যাক্রান্তদের খোঁজ নিলেন কৃষ্ণেন্দু, জলবন্দিদের নাম নথিভুক্ত করার নির্দেশ

রাতাবাড়ি ও পাথারকান্দি : বিধানসভা সমষ্টির ভৌগলিক সীমা নির্ধারণের কাজ আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন না হলেও পাথারকান্দি সমষ্টিতে যুক্ত হওয়া নগেন্দ্রনগর জিপির ফাকুয়া গ্রামের ৪ নং ওয়ার্ডের বন্যাক্রান্তদের পাশে এসে দাঁড়ালেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷ গত ৩ দিন থেকে বিরামহীন বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার সবক’টি প্রধান প্রধান নদীর সঙ্গে সঙ্গতি রেখে হু হু করে জল বাড়ছে এশিয়ার ২য় বৃহত্তম শনবিলেও৷ এই বিলের অধীনে নগেন্দ্রনগর জিপির ফাকুয়া গ্রামের ৪ নং ওয়ার্ডের একটি অংশ বন্যার জলে তলিয়ে গেছে৷ বন্যার রোষানলে সবকিছু হারিয়ে গৃহহীন হয়ে পড়েছেন অনেকেই৷ খাদ্যের অভাব দেখা দিয়েছে গৃহপালিত পশুদেরও৷ এমতাবস্থায় অনেকেই এলাকার বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন৷ এমর্মে আজ পাথারকান্দির এই বিধায়ক সেখানকার বেশকিছু দলীয়-সমর্থকদের নিয়ে প্রায় হাঁটু জল পেরিয়ে বানবাসীদের দুঃখ-দুর্দশা উপলব্ধি করেন৷ পরে তিনি ফাকুয়াগ্রাম রেল স্টেশন সংলগ্ন স্থানের একটি শরণার্থী শিবিরে থাকা বানবাসীদের সঙ্গে কথা বলেন৷ সেইসঙ্গে তিনি রামকৃষ্ণনগর সার্কেল অফিসারদের সঙ্গে কথা বলে অবিলম্বে বন্যায় ক্ষতিগ্রস্ত পর্যাপ্ত পরিমাণের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন৷

Show More

Related Articles

Back to top button