শহরকে যানজটমুক্ত করতে করিমগঞ্জ মেন রোড থেকে সরছে স্ট্যান্ড

করিমগঞ্জ : করিমগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে সবগুলো গাড়ির স্ট্যান্ড পৌর এলাকার অন্যত্র সরিয়ে নিয়ে যেতে সরব হয়েছে পৌরসভা৷ এই স্ট্যান্ডগুলির ফলে নিত্যদিন যানজট লেগে থাকে৷ বিগত দিনে একাধিকবার এনিয়ে সচেতন নাগরিকরা সরব হয়েছিলেন৷ কিন্তু কোন বিশেষ পদক্ষেপ নেওয়া হয়নি৷
দিন কয়েক আগে জেলাশাসকের কনফারেন্স হলে এক নাগরিক সভার আয়োজন করা হয়৷ ওই সভার ১৩ দিন কেটে যাওয়ার পরেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি৷
প্রশাসনিক পর্যায়ে এই ঢিলেমির জন্য শুক্রবার ফের জেলাশাসকের কার্যালয়ে জেলাশাসকের সাথে পৌরপতি রবীন্দ্র দেব সহ এক প্রতিনিধি দল এক আলোচনায় বসেন৷ সেখানে যানজট সম্পর্কে যাবতীয় বিষয় নিয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা করেন পৌরপতি৷ সঙ্গে সঙ্গে জেলাশাসক সার্কল অবিসারকে স্ট্যান্ডের জায়গা ডিমার্কেট করার নির্দেশ দেন৷
সার্কল অফিসার আগামী সোমবারের মধ্যে সব কাজ সেরে সমস্ত জায়গা সমঝে দেওয়ার কথা জানান৷ ফলে আগামী মঙ্গলবার থেকেই সমস্ত ছোট যানবাহন প্রধান সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে৷
উপ-পৌরপতি সুখেন্দু দাস জানান, শহরের পেট্রোল পাম্প থেকে রেলগেট পর্যন্ত যে স্ট্যান্ড গুলো রয়েছে, সেগুলো কানিশাইল এলাকায় সরিয়ে নেওয়া হবে৷ ASTC-র কাছে থাকা স্ট্যান্ডকে ভোলা গেস্ট হাউসের দিকে সরিয়ে নেওয়া হবে৷ ছন্তরবাজার পয়েন্টের স্ট্যান্ডকে পঞ্চপ্রদীপের মাঠে সরিয়ে নেওয়া হবে৷ এমনটা হলে শহরের যানজট অনেকটা কমে যাবে বলে জানান তিনি ৷