Barak Valley

শহিদ স্মরণ অনুষ্ঠানে স্ফুরণের আগস্ট সংখ্যা উন্মোচন শহিদ পত্নীর

করিমগঞ্জ : করিমগঞ্জ থেকে প্রকাশিত প্রগতিশীল সাহিত্য পত্রিকা স্ফুরণের আগস্ট মাসের সংখ্যা প্রকাশিত হয়েছে৷ বরাক উপত্যকার দ্বাদশ ভাষা শহিদ বিজন চক্রবর্তী (বাচ্চু)-র আত্মবলিদান দিবস উপলক্ষে বৃহস্পতিবার করিমগঞ্জ শম্ভুসাগর পার্কে আয়োজিত শহিদ স্মরণ অনুষ্ঠান মঞ্চে এই সংখ্যার আনুষ্ঠানিক উন্মোচন করা হয়৷ উন্মোচন করেন শহিদ বিজন চক্রবর্তীর স্ত্রী মীরা চক্রবর্তী৷ ছিলেন বরাকের ভাষা আন্দোলনের অন্যতম সেনানী নিশীথরঞ্জন দাস, স্ফুরণের সম্পাদক বিশ্বজিৎ দাস৷ ছিলেন মাতৃভাষা সুরক্ষা সমিতির করিমগঞ্জ জেলা সমিতির সভানেত্রী শিবানী বিশ্বাস, সম্পাদক গৌতম চৌধুরী, ভাষা শহিদ দিবস উদযাপন সমিতির সম্পাদক সুপ্রিয় দেব, শ্রীহট্টজ্যোতি পত্রিকার সম্পাদক দীপঙ্কর ঘোষ সহ অন্যরা৷

উন্মোচনের পর সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, এ বছর শহিদ বিজন চক্রবর্তীর আত্মবলিদানের ৫০ বছর সম্পূর্ণ হয়েছে৷ এ বিশেষ দিনে স্ফুরণের আগস্ট মাসের সংখ্যা শহিদ বিজন চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে৷ ৭২-র ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস থেকে শুরু করে অসমের ডিলিমিটেশন, ডি-ভোটার, এনআরসি-র নামে হয়রানি, বরাকের বেহাল যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি নিয়ে বিভিন্ন লেখকের প্রবন্ধ রয়েছে স্ফুরণের এই সংখ্যায়৷

Show More

Related Articles

Back to top button