Barak Valley
শারদীয়া উপলক্ষে বস্ত্র বিতরণে অক্সিজেন এনজিও-র মানবিক উদ্যোগ

শ্রীভূমি : শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে, প্রতি বছরের মতো এই বছরও অক্সিজেন এনজিও সংস্থার পক্ষ থেকে দক্ষিণ করিমগঞ্জের জনকল্যাণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মির্জানগর গ্রামের মা কালীর মন্দির প্রাঙ্গণে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো। এই মানবিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার বিশিষ্ট সমাজসেবী শ্রী বিশ্বজিৎ ঘোষ। তিনি সংস্থার এই প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অক্সিজেন এনজিও দীর্ঘদিন ধরেই সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। অতীতেও তারা একাধিক সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছে এবং ভবিষ্যতেও একইভাবে পাশে থাকার অঙ্গীকার করেছে।