Barak Valley

শারদোৎসব উপলক্ষে বস্ত্র সামগ্রী বিতরণ সর্বধর্ম সমন্বয় সভার

শ্রীভূমি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসম-ত্রিপুরা সীমান্তবর্তী চা জনজাতি জনসাধারণের মধ্যে বস্ত্র সামগ্রী বিতরণ করা হয় সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে। রবিবার বিকাল চারটায় চুরাইবাড়ি নিকটবর্তী সংস্থার ইন্টারস্টেট কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বস্ত্র সামগ্রীগুলো তাদের হাতে তুলে দেন সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, উপদেষ্টা উপেন্দ্র মিশ্র, কার্যকরী সদস্য সালেহ আহমদ তালহা সাবেরি ও নাগাহরটিং পুংশক৷ এদিন প্রায় ৮০টি পরিবারকে শাড়ি, শার্ট, নাইটি, কুর্তি, গেঞ্জি ইত্যাদি বস্ত্র সামগ্রী প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে।

সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন বলেন, চা জনজাতিরা কঠোর পরিশ্রম করেন। তারা সহজ সরল মনের মানুষ। সমাজের সর্বক্ষেত্রে তাদেরকে পাওয়া যায়। তালহা সাবেরি বলেন, গরিব অসহায়দের মুখে হাসি দেখলে তৃপ্তি পাওয়া যায়৷ বিতরণী অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করে ইয়াছমিন আখতার চৌধুরী। উপস্থিত ছিলেন শিক্ষিকা মেরী পুংশক, মুসা কলিম, সারমিন আখতার, সুহেল আহমদ, রেজাউল আহমেদ, সালেহ আহমদ প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button