Barak Valley
শালগঙ্গায় রাধারমণ গোস্বামী জিউর স্মরণ উৎসব

উধারবন্দ, ৬ মে : ১০৮ প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর ১০৮তম স্মরণ উৎসব শনিবার শালগঙ্গায় শুরু হয়েছে৷ এ দিন বিকেলে দু’দিনব্যপী এই উৎসবের সূচনা হয়৷ জলভরা, ধামাইল ও উপাসনার মাধ্যমে উৎসবের সূচনা হয়৷ উধারবন্দ ও শালগঙ্গার শিষ্যদের সম্মিলিত প্রচেষ্টায় এবার বড় ধরনের আয়োজন করা হয়েছে বলে জানান উৎসব উদযাপন কমিটির কর্মকর্তারা৷
কমিটির পক্ষে স্বস্ত্যয়ন দেব জানান, রবিবার সকাল থেকে শুরু হবে পূজা, আরতি, অঞ্জলি সহ দীক্ষা দান৷ এ ছাড়াও দুপুর থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে৷ সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও রাতে উপাসনার মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে৷ এই উৎসব উপলক্ষে শালগঙ্গা হাসপাতাল রোডে মন্ডপ তৈরি করা হয়েছে৷ সাজিয়ে তোলা হয়েছে পুরো মন্ডপ৷ উৎসবে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন কমিটির কর্মকর্তারা৷