করিমগঞ্জে ১ এপ্রিল থেকে মাছ শিকারে কিছু নিষেধাজ্ঞা

জনসংযোগ, করিমগঞ্জ : মাছের প্রজনন ঋতু ১ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রতি বছর আসাম ফিশারি আইন ১৯৫৩ এবং ২০০৫ সালের সংশোধিত আইন অনুসারে মাছ ধরায় কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এক বিজ্ঞপ্তি জারি করে করিমগঞ্জ জেলা মত্স্য উন্নয়ন আধিকারিক জানিয়েছেন, ১ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত জেলায় আসাম ফিসারি আইনের নির্দিষ্ট ধারা বলবত্ হয়েছে। তাই এই ধারার অধীনে ওই সময়সীমার মধ্যে মশারি জাল, যার মেস আকার ৭ সেন্টিমিটার বার এবং ১৪ সেন্টিমিটার থেকে কম, সে ধরনের জাল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
এতে জানানো হয়েছে, প্রাকৃতিক জলাশয়ে মাছের স্বাভাবিক প্রজনন, বিস্তার এবং বৃদ্ধি যাতে কোনওভাবেই প্রতিহত না হয় তা সুনিশ্চিত করতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা, কারাবাস অথবা লিজ বাতিল ইত্যাদির মতো শাস্তি আসাম ফিশারি আইনের ৪১/৪২ ধারায় গ্রহণ করা হবে, বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা মত্স্য আধিকারিক।