Barak ValleyScience & Tech
বিজেপি জেলা কার্যালয়ে আইটি সেলের পৃথক কক্ষের উদ্বোধন জেলা বিজেপির

করিমগঞ্জ : লোকসভা নির্বাচনের আগে আইটি সেলকে চাঙা করার প্রয়াস নির করিমগঞ্জ বিজেপি৷ রবিবার দলীয় কার্যালয়ে আইটি সেল খোলা হয়েছে৷ নতুন একটি দলীয় কক্ষ তৈরি করা হয়েছে৷
রবিবার সকালবেলা পৌরপতি রবীন্দ্র দেব, মিশনরঞ্জন দাস, বিশ্বরূপ ভট্টাচার্য, কৃষ্ণ দাস, নিশিকান্ত ভট্টাচার্য প্রমুখের উপস্থিতিতে বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন প্রান্তীয় সভাপতি রথীন্দ্র অধ্যাপক মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই সেলের উদ্বোধন করেন৷
এই কক্ষে মোট ৫টি কম্পিউটার বসানো হয়েছে৷ আগে দলীয় কর্মীরা নিজেরা কাজ চালাতেন৷ এখন দলীয় কার্যালয়ে বসে কাজ করবেন তারা৷
নির্বাচনের আগে কম্পিউটারের মাধ্যমে দলীয় কাজকর্মের খবর বিস্তারিতভাবে ভোটারদের দিতে পারবেন বলে মন্তব্য করেন সুব্রত ভট্টাচার্য৷ মিশন রঞ্জন দাস বলেন, আইটি সেলের গুরুত্ব অপরিসীম৷ পৃথক কক্ষ হওয়ায় কাজের অনেক সুবিধা হচ্ছে৷