Barak ValleyEducation

শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি নির্মাণই শিক্ষার্জনের মূল উদ্দেশ্য, সার্টিফিকেট প্রাপ্তি নয় : শিক্ষামন্ত্রী

  • ▪ সমাজকে বৌদ্ধিক নেতৃত্ব দেওয়ার দায়িত্ব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের : শিক্ষামন্ত্রী
  • ▪ শুধু পড়াশোনাই নয়, সমাজের কাজে লাগাতে হবে শিক্ষাকে : পেগু

করিমগঞ্জ, ২১ এপ্রিল : পুঁথিগত শিক্ষার পাশাপাশি বৌদ্ধিক শিক্ষার একান্ত প্রয়োজন।

শিক্ষার্জনের উদ্দেশ্য সার্টিফিকেট পাওয়া নয়,শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি নির্মাণ। শান্তি সম্প্রীতি ও অপরাধ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই শিক্ষা অর্জন করা। আজ শুক্রবার করিমগঞ্জ কলেজের প্ল‍্যাটিনাম জুবিলির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে কথাগুলি বলেন প্রধান অতিথি রাজ‍্যের শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু।

দীর্ঘ পঁচাত্তর বছরের ইতিহাসকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের পথে করিমগঞ্জ কলেজকে এগিয়ে নিতে প্রাক্তনীদের এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্জনের উদ্দেশ্য সার্টিফিকেট পাওয়া নয়, বরং সমাজে শান্তি সম্প্রীতি ও নিরপরাধ সমাজ গড়ার লক্ষ্যেই শিক্ষা অর্জন করা জরুরি । শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট কর্মচারি কিংবা সরকারের দ্বারা একা সম্ভব নয়। তার জন্য সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসতে হবে। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীদের শিক্ষার বিকাশে সহায়তা করার আহ্বান জানান ।

রাজ‍্য সরকারের তরফে বিভিন্ন কলেজে আর্থিক অনুদান প্রদানের ক্ষেত্রে ন‍্যাক অ‍্যাক্রিডিটেশন বাধ‍্যতামূলত। ফলে ন‍্যাকের মূল‍্যায়নের পর পরিকল্পনা অনুযায়ী প্রকল্প নির্ধারণ করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হবে, জানান শিক্ষা মন্ত্রী ।

সমাপনী অনুষ্ঠানে উত্‍সব উদযাপন সমিতির সভাপতি ড.মৃণাল কান্তি দত্তের পৌরোহিত‍্যে আয়োজিত সভায় উদযাপন সমিতির সম্পাদক তথা কলেজ অধ‍্যক্ষ ড. রামানুজ চক্রবর্তী স্বাগত বক্তব্যে করিমগঞ্জের ইতিহাস তুলে ধরে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ।

করিমগঞ্জ কলেজকে রাজ‍্য বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে মুখ‍্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন কলেজের প্রাক্তন ছাত্র তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ।

কলেজের প্রেক্ষাগৃহ সংস্কার সহ অন্যান্য ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন প্রাক্তন ছাত্র তথা এএসটিসির চেয়ারম্যান মিশনরঞ্জন দাস ।

অনুষ্ঠানে বক্তব্য পেশ করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব, সাংসদ কৃপানাথ মালা, পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব।

Show More

Related Articles

Back to top button