Barak Valley

শ্রদ্ধা ও ভক্তিভরে শ্রীভূমিতেও মা লক্ষ্মীপুজোর আয়োজন চূড়ান্ত

শ্রীভূমি, ৫ অক্টোবর : সোমবার আশ্বিন মাসের শুক্লা পূর্ণিমা। এই দিনেই কোজাগরী লক্ষ্মীপুজো। প্রায় প্রতিটি হিন্দু ঘরেই ধন ও সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠবেন পরিবারের সদস্যরা। লক্ষ্মীপুজো উপলক্ষে সদর শহর সহ জেলার বিভিন্ন বাজারে সাধারণ মানুষের ব্যস্ততা চরমে। ভুবনমোহিনী মা আনন্দময়ীকে বিদায় জানিয়ে প্রতিজন বাঙালির মন ভারাক্রান্ত। মা দুর্গাকে বিদায় দিয়ে সকলের মনে নেমেছে বিষাদের ছায়া। তবে মন খারাপের মেঘ সরিয়ে আবারও ধনের দেবী মা লক্ষ্মী আরাধনায় মেতে উঠেছেন উৎসবপ্রেমী ধর্মপ্রাণ সনাতনী হিন্দুরা। সদর শহর সহ জেলার প্রতিটি বারোয়ারি পুজো মণ্ডপ ও প্রতিজন বাঙালির গৃহে মা লক্ষ্মীর পূজা ঘটা করে সম্পন্ন হয়ে থাকে। ‘শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি’। ‘প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে’। ‘আমারই ঘরে থাকো আলো করে’। ‘এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে’। এই গানে মুখরিত হয়ে উঠবে আকাশ বাতাস।

প্রতিবছর দুর্গাপুজোর পরই কোজাগরী লক্ষ্মীপুজো হয়ে থাকে। প্রচলিত বিশ্বাস কোজাগরী পূর্ণিমার দিন দেবী লক্ষ্মী মর্ত্যধামে অবতীর্ণ হন। আর সেইসাথে সকলের সংসার ধনধান্যে ভরে ওঠে। ধনের দেবী মা লক্ষ্মীর কৃপা পেতে হিন্দু বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মীর পূজার্চনা অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে।

পৌরাণিক শাস্ত্র অনুসারে, দেবী তুলসীকে মা লক্ষ্মীর অপর আরেক রূপ বলেই গণ্য করা হয়। তাই কোজাগরী লক্ষ্মপুজোর দিন দেবী তুলসীও ভক্তিভরে পূজিতা হয়ে থাকেন। এই পুজোর মাধ্যমে সংসারে নেতিবাচক শক্তি কেটে গিয়ে ইতিবাচক শক্তির উত্থান হবে। এমনটাই হিন্দু বাঙালিদের ধারণা।

ফল, ফুল, সব্জি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিকে সঙ্গী করেই হিন্দু বাঙালিরা কোজাগরী লক্ষ্মী পূজার প্রস্তুতি নিচ্ছেন। ধনের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মীকে তুষ্ট করতে যে যার সাধ্য অনুযায়ী পুজোর আয়োজন করেছেন। যুগ যুগ ধরে ধর্মপ্রাণ হিন্দু বাঙালিদের ঘরে ঘরে লক্ষ্মীদেবী পূজিতা হয়ে আসছেন। ধন সম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজা হয়ে থাকে। নারী পুরুষ উভয়েই এই পূজায় অংশ গ্রহণ করেন। বছরের প্রতি বৃহস্পতিবার ঘরে ঘরে লক্ষ্মীর পূজা করে থাকেন হিন্দুরা। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতেও মা লক্ষ্মীর পূজা হয়ে থাকে।

Show More

Related Articles

Back to top button