Barak Valley
শ্রীভূমিতে আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস উদযাপন

শ্রীভূমি, ৩ অক্টোবর : শ্রীভূমি সিনিয়র সিটিজেনস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৰ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়। এদিন সংস্থার কার্যালয় প্রাঙ্গণে সভাপতি সতু রায় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন। পরে এক সভাও অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি সতু রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সংস্থার সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সাহা স্বাগত বক্তব্য পেশ করেন। এছাড়াও বিভিন্ন বক্তা এ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। সভাপতি সতু রায় সমাজের প্রত্যেক প্রবীণ নাগরিকের নৈতিক দায়িত্বের ওপর বক্তব্য পেশ করেন। এক প্রেস বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।