Barak Valley

শ্রীভূমিতে জুবিন স্মরণ রবিবার

শ্রীভূমি, ২৯ অক্টোবর: আগামী ২ নভেম্বর, রবিবার স্টেট ব্যাংক অব ইন্ডিয়া পেনশনারস অ্যাসোসিয়েশনের শ্রীভূমি শাখার উদ্যোগে ‘কিশোর কবি সুকান্ত ভট্টচার্য, গণশিল্পী সলিল চৌধুরী, সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ উপলক্ষে এবং সদ্য প্রয়াত গায়ক জুবিন গর্গের স্মরণে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। শহরের মিশন রোডের বিপিন পাল স্মৃতি সদনে (বঙ্গভবন) সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠানের সূচনা হবে। এই অনুষ্ঠানে সঙ্গীত প্রেমীদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সম্পাদক সুপ্রিয় দেব।

Show More

Related Articles

Back to top button