Updates

শ্রীভূমিতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সম্প্রচার

শ্রীভূমি, ১১ অক্টোবর: প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনার জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শনিবার শ্রীভূমির জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে দেখানো হয়।

এতে উপস্থিত ছিলেন জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী সহ বিভিন্ন বিভাগের আধিকারিক, কৃষি বিভাগের কর্মকর্তা, কর্মচারী, কৃষক প্রতিনিধি সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা।

জেলাশাসক প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার উদ্দেশ্য ও প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য পেশ করেন। তিনি বলেন, এই যোজনার মাধ্যমে কৃষিক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হতে চলছে। আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ, টেকসই চাষাবাদ পদ্ধতি এবং কৃষকদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এরপর প্রধানমন্ত্রীর জাতীয় উদ্বোধনী ভাষণ সরাসরি সম্প্রচারিত হয়, যা উপস্থিত সকলেই প্রত্যক্ষ করেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে কৃষিক্ষেত্রে আত্মনির্ভরতার ওপর জোর দেন এবং বলেন, দেশের অর্থনীতির মূল স্তম্ভহিসেবে কৃষিকে শক্তিশালী করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি কৃষকদের আয় দ্বিগুণ করার উদ্দেশ্যে সরকারের গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মকর্তারা ও কৃষি বিভাগের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী ঘোষিত বিভিন্ন উদ্যোগের স্থানীয় প্রয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা করেন। কৃষকদের উন্নয়নে জেলা পর্যায়ে নেওয়া বিভিন্ন কর্মসূচির সঙ্গে প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনাকে কীভাবে যুক্ত করা যায়, সে বিষয়েও বিস্তারিত পরিকল্পনা গৃহীত হয়। শেষে জেলাশাসক উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কৃষিক্ষেত্রের সার্বিক উন্নয়নে সকলে মিলে কাজ করার আহ্বান জানান।

এদিকে এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলার আকবরপুরস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রেও অনুরূপ কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর ধন ধান্য কৃষি যোজনার মূল অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়। এ উপলক্ষে কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক নিলোৎপল পাঠকের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা, জেলার কৃষি, মীন ইত্যাদি বিভাগের আধিকারিক ও স্থানীয় কৃষকরা অংশ গ্রহণ করেন

Show More

Related Articles

Back to top button