শ্রীভূমিতে ব্যানার ছেঁড়া নিয়ে অশান্তি

শ্রীভূমি, ২৮ সেপ্টেম্বর: পুজোর শুভেচ্ছা জানানো ব্যানার ছেঁড়া নিয়ে অশান্তির সৃষ্টি হয়েছে শ্রীভূমি শহরে। জাকারিয়া আহমদ পান্নার ছবি ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। অথচ ওই ব্যানারের পাশেই অক্ষত অবস্থায় রয়েছে সুব্রত ভট্টাচার্য ও বিশ্বজিৎ ঘোষের শুভেচ্ছা -বার্তা লাগানো ব্যানার।
প্রতি বছর দুর্গাপূজায় ব্যানার টাঙিয়ে শুভেচ্ছা জানিয়েছে আসছেন বদরপুরের প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিন আহমদের ছেলে জাকারিয়া আহমদ পান্না। এবারও ব্যতিক্রম নয়। শহরের রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকায় বড় আকারের ব্যানার লাগিয়েছেন তিনি। ওই ব্যানারে দুর্গা ও কালীর ছবির নিচে জাকারিয়ার ছবি রয়েছে।
তার ব্যানারের পাশেই রয়েছে সুব্রত ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের ছবি। এমনকি তাদের ব্যানারের উল্টো দিকে রয়েছে সাহিল আহমদ স্বপন নামের আরেকজনের ব্যানার। তাদের সবার ব্যানারই অক্ষত রয়েছে। একমাত্র ছিঁড়ে ফেলা হয়েছে জাকারিয়ার ছবি। একমাত্র সুব্রত ছাড়া জাকারিয়া, স্বপন ও সাহিল তারা তিনজনই কংগ্রেসি। এমনকি তারা তিনজনই উত্তর করিমগঞ্জ থেকে বিধানসভা নির্বাচনের টিকেট প্রত্যাশী। সেখানে সাহিলের ব্যানার বাদ দিয়ে শুধু জাকারিয়ারটা ছিঁড়ে ফেলার পেছনে রাজনৈতিক গন্ধ শুকতে পারছেন অনেকেই। এনিয়ে জাকারিয়া ঘনিষ্ঠদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।