Barak Valley

শ্রীভূমিতে লক্ষ্মীপুজোর প্রস্তুতি তুঙ্গে, বাজারে চড়ামূল্যে ক্ষোভ

শ্রীভূমি, ৪ অক্টোবর : দুর্গাপুজো শেষে এবার লক্ষ্মীপুজোর প্রস্তুতি চলছে তুঙ্গে। ঘরের মেয়ে উমার বিদায়ের পর পরই ঘর আলো করে প্রবেশ করেন দেবী লক্ষ্মী। লক্ষ্মী হলেন ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। দুর্গাপুজোর পর আশ্বিনের শেষ পূর্ণিমা তিথিতে যে লক্ষ্মীর আরাধনা করা হয় তাকে কোজাগরি লক্ষ্মীপুজো বলা হয়। তার অপর নাম মহালক্ষ্মী। কোজাগরি পূর্ণিমায় লক্ষ্মীকে পুজো করে ঘরে আনলে গৃহে ধন-সমৃদ্ধি বৃদ্ধি পায়, সৌভাগ্য ফিরে এমন বিশ্বাসের ওপর ভর করেই ঘরে ঘরে লক্ষ্মীপুজো করা হয়। সোমবার ধনদেবী পূজিত হবেন সর্বত্র। শ্রীভূমি শহরের প্রাণকেন্দ্র ছন্তরবাজারে শনিবার ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। বিভিন্ন স্থান থেকে পুজোর সামগ্রী নিয়ে ব্যবসায়ীরা যেমন পসরা সাজিয়ে বসেন তেমনই মৃৎশিল্পালয় থেকে মূর্তি নিয়ে বিক্রির জন্য বিক্রেতারা জড়ো হন। ফলমূল-শাকসব্জি, পদ্মফুল-বেলপাতা থেকে ধানের ছড়া সবকিছুতেই এবার বিগত বছরের তুলনায় মূল্যবৃদ্ধি হয়েছে বলে একাংশ গৃহিণী ক্ষোভ ব্যক্ত করেছেন। শনিবার বাজারে ছুটে যাওয়া যুবতী এবং গৃহিণীরা মূল্যবৃদ্ধির বিষয়টি তুলে ধরে বলেন, কোজাগরি লক্ষ্মীর পুজোকে ঘিরে ব্যবসায়ীরা যেমন খুশি মূল্যবৃদ্ধি করেছেন। বাজারের ওপর প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ না থাকায় পুজোর মরসুমে ব্যবসায়ীরা স্বেচ্ছাচারিতা করছেন বলে ক্রেতাদের অভিযোগ। অন্যদিকে, একাংশ বিক্রেতা বলেন, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে সবকিছু অতিরিক্ত দাম দিয়ে ক্রয় করে তারপর বিক্রি করতে হচ্ছে। মুনাফা নয়, মূলধন তুলে আনা কষ্টের হয়ে পড়েছে বলে মত একাংশ ব্যবসায়ীর। সবমিলিয়ে লক্ষ্মীপুজোকে ঘিরে ক্রেতা-বিক্রেতার দরকষাকষিতে শনিবার জমে ওঠে শ্রীভূমির বাজার।

Show More

Related Articles

Back to top button