Barak Valley
শ্রীভূমিতে শাড়ি ও স্যানিটারি প্যাড বিতরণ

শ্রীভূমি, ২৮ সেপ্টেম্বর : শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে শ্রীভূমি জেলার সামাজিক সংস্থা ক্যানডিড এনজিও-র ব্যবস্থাপনায় রবিবার মহিলাদের মধ্যে শাড়ি সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসব। এসময় সবাই নতুন কাপড় পরে মা দুর্গাকে প্রণাম করতে মণ্ডপে যান। কিন্তু এমনও দরিদ্র লোক রয়েছেন যাদের পক্ষে নতুন কাপড় কেনা সম্ভব হয় না। শ্রীভূমি শহরের পার্শ্ববর্তী এলাকায় বসবাস করা আর্থিকভাবে অস্বচ্ছল এমন ১০১জন মহিলার মধ্যে রবিবার নতুন শাড়ি ও স্যানিটারি প্যাড বিতরণ করে ক্যানডিড এনজিও। জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এনজিওর প্রতিষ্ঠাতা জয়দীপ দাশ মজুমদার, সুদীপ্তা দাস, সোমনাথ শীল, সুস্মিতা রায় ও সুস্মিতা পাল।