Barak Valley
		
	
	
শ্রীভূমির কেন্দ্রীয় বিদ্যালয়ে সোলার আরও ওয়াটার মেশিন স্থাপন

শ্রীভূমি, ২৯ অক্টোবর: সোলার আরও ওয়াটার মেশিন বসানো হয়েছে শ্রীভূমির কেন্দ্রীয় বিদ্যালয়ে। বুধবার আনুষ্ঠানিকভাবে মেশিনটি চালু করেছেন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস।
প্রসঙ্গত, রাজ্যসভার সাংসদ থাকাকালীন ওএনজিসি থেকে তাদের সিআরএস ফান্ডের আওতায় আড়াই কোটি টাকা মঞ্জুর করেন মিশনবাবু। এই টাকা দিয়ে ৩৭টি স্কুল কলেজে সোলার আরও ওয়াটার মেশিন বসানো সহ ৩১টি স্কুল কলেজে স্মার্ট ক্লাস বসানোর কাজ হবে। এরমধ্যে বুধবার কেন্দ্রীয় বিদ্যালয়ে সোলার আরও ওয়াটার মেশিন বসানো হয়েছে। মেশিনটি আনুষ্ঠানিকভাবে চালু করেছেন মিশনবাবু।




