Barak Valley
শ্রীভূমির টাউন কালীবাড়ি সংলগ্ন শনি মন্দিরের স্থান পরিবর্তন

শ্রীভূমি, ১৭ আগস্ট: শ্রীভূমির টাউন কালীবাড়ি সংলগ্ন শনি মন্দিরের স্থান পরিবর্তন হচ্ছে। এটি নতুন করে সহচরীর ভূমিতে (বইমেলা যেখানে হয়) নির্মাণ হবে। এখানের শনি বিগ্রহ সরিয়ে স্টিমারঘাট ভৈরব বাবার মন্দিরে নেওয়া হয়েছে। ১৬ আগস্ট, শনিবার থেকে ওখানেই পুজো হচ্ছে। নতুন মন্দির নির্মাণের আগে এখানেই পুজো চলবে। শনি মন্দির কমিটির পক্ষে দেবল কুমার নন্দী এই তথ্য জানিয়েছেন।