Barak Valley

শ্রীভূমির সারদাপল্লিতে উৎসাহ-উদ্দীপনায় জগদ্ধাত্রী পূজার আয়োজন

শ্রীভূমি, ৩০ অক্টোবর : জগদ্ধাত্রী পূজা উপলক্ষে শ্রীভূমির সারদা পল্লীস্থিত সারা ভারত সারদা সংঘের কার্যালয়ে সাজোসাজো রব। ভক্তি সংস্কৃতি ও আনন্দে ভরা এই উৎসবকে ঘিরে সবাই ব্যস্ত। চতুর্ভুজারূপিণী সিংহবাহনে দেবী শক্তির আরাধনায় আজ সমগ্র সারদা পল্লি এক উৎসবমুখর পরিবেশে পরিণত হতে দেখা যাচ্ছে।

সংঘের স্থায়ী বিশাল মণ্ডপে বৃহস্পতিবার মা সারদার পাশেই জগজ্জননী দেবী জগদ্ধাত্রীর ভব্য মূর্তি দিয়ে মায়ের পুজোর আয়োজন করছেন সংঘের সদস্যারা। সংঘের সাথে সাথে পাড়ার সবার ব্যস্ততা আজ পরিলক্ষিত হতে দেখা গেল। শুক্রবার সকাল থেকেই মায়ের পূজা তাই বৃহস্পতিবার বিকেলে এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে বিশ্বজননী মাতা জগদ্ধাত্রী দেবীর মূর্তি নিয়ে আসা হয়৷

মহিলাদের দ্বারা পরিচালিত সংগঠনের কর্মীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতন। অঞ্জলি থেকে প্রসাদ বিতরণ সব কিছুতেই মিশে থাকে একাত্মতার আনন্দ। পূজার দিনে সারদা সংঘের কার্যালয় পরিণত হয় মিলনমেলায়। আর এই ঐতিহ্যমণ্ডিত রূপেই জগদ্ধাত্রী পূজায় ভক্তরা মাতৃশক্তির পূর্ণ প্রকাশ উপলব্ধি করেন। আর এখানেই ধর্ম ঐতিহ্য আর সামাজিক বন্ধন একসাথে মিশে যায়। কার্যালয়ের প্রতিটি কোন ভরে উঠে মহা ব্যস্ততায়। বিশিষ্টজনদের নিমন্ত্রণ, মূর্তি আনয়ন, বাজার থেকে শুরু করে প্রসাদ বিতরণ নিজেরাই সেরে নেবেন বলে জানান সম্পাদিকা অঞ্জলি কর।

তিনি বলেন, যদিও সংঘের পূজা তবু পাড়াপড়শি সবাই আনন্দে মায়ের পূজায় মেতে উঠেন। তিনি বলেন, বস্তুত বৃহস্পতিবার অনেকেই জগদ্ধাত্রী পুজো করে থাকেন। কিন্তু আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে শুক্রবারই তেজোময়ী দেবী জগদ্ধাত্রী মায়ের পূজার আয়োজন করতে চলছি। বলেন, চার বছর থেকে নিষ্ঠা সহকারে জগদ্ধাত্রী পূজা করে আসছেন তাঁরা।

এ উপলক্ষে আয়োজিত মায়ের পুজোর প্রসাদ গ্রহণ সহ শাস্ত্রীয় কার্যাদি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংঘের সকল সদস্য সকলের সহযোগিতা কামনা করছেন।

Show More

Related Articles

Back to top button