Barak Valley

মহিলা উদ্যমিতা অভিযান : প্রস্তুতি সভা শ্রীভূমিতে

১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান পাথারকান্দিতে

জনসংযোগ, শ্রীভূমি, ২২ আগষ্ট : শ্রীভূমি জেলায় আগামী ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যোমিতা অভিযানের সুবিধা প্রদানের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে পাথারকান্দিতে অনুষ্ঠিত হবে।

এই অনুষ্ঠানকে সফল করে তুলতে এবং এর রুপরেখা স্থির করতে শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে তার কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানের সাথে যুক্ত সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকরা অংশ গ্রহণ করেন।

সভায় জানানো হয় যে ওই অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার হিতাধিকারী উপস্থিত থাকবেন। তাই অনুষ্ঠানটি সু্ষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে জেলা আয়ুক্ত সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের দায়িত্ব সমঝে দেন ও সঠিকভাবে পরিচালনা করার নির্দেশ দেন।

সভায় ডিডিসি দীপক জিডুং, জেলা পরিষদের সিইও মুন গগৈ, এডিসি অমৃত প্রভা দাস, এডিসি উদয় শঙ্কর দত্ত, সহকারী আয়ুক্ত রুপক মজুমদার, পাথারকান্দির সার্কেল অফিসার বলিন বাবা বলারি, অতিরিক্ত পুলিশ সুপার প্রনবজ্যোতি কলিতা, সহকারী পুলিশ সুপার ভিকু এল. আচুমি, সার্কেল অফিসার অদিতি নুনিসা, এএসআরএলএম এর ডিপিএম, ডিটিও, জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্ত-সড়ক ও ভবন বিভাগের বাস্তুকাররা, স্বাস্থ্য বিভাগের সিএম অ্যান্ড এইচও এবং ডিপিএম, পাথারকান্দি ও লোয়াইরপোয়ার বিডিও প্রমুখ অংশ গ্রহণ করেন।

Show More

Related Articles

Back to top button