শ্রীভূমি জেলা বার অ্যাসোসিয়েশন কার্যালয়ে উলটো পতাকা

শ্রীভূমি : আইনের ঘরে উলটো পতাকা উত্তোলনকে কেন্দ্র করে শ্রীভূমি জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ৭৯তম স্বাধীনতা দিবসের সকালে শ্রীভূমি জেলা বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের জন্য সমবেত হয়েছিলেন বার অ্যাসোসিয়েশনের সদস্য, আইনজীবী সহ স্থানীয় নাগরিকরা।
এদিন নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করার সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত শুরু হয়। আর তাৎক্ষণিকভাবে দেখা যায় বড়ধরনের ভুল। জাতীয় পতাকা উলটোভাবে উত্তোলন করা হয়েছে। সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত মাঝ পথে থামিয়ে জাতীয় পতাকা নামিয়ে আবার সঠিকভাবে উত্তোলন করা হয়।
আইনজীবীদের সংগঠনে স্বাধীনতা দিবসের মত মর্যাদাপূর্ণ দিনে জাতীয় পতাকার এই অবস্থান প্রত্যক্ষ করেন অনেকে। তবে একটি সূত্রে প্রকাশ, বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে হয়েছে। যাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় পতাকা সঠিকভাবে তৈরি করার জন্য, তার ভুলেই এই খেসারত দিতে হয়েছে।