শ্রীভূমি ডিএসএ-কে ২০ লক্ষ অনুদান দিচ্ছেন কণাদ

শ্রীভূমি, ১৯ সেপ্টেম্বর: বড়সড় আর্থিন অনুদানের ঘোষণা করলেন রাজ্যসভার নব নির্বাচিত সাংসদ কণাদ পুরকায়স্থ। শ্রীভূমি ডিএসএ-কে তাঁর সাংসদ তহবিল থেকে ২০ লক্ষ টাকা অনুদান দেবেন বলে জানালেন তিনি। বৃহস্পতিবার শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) পক্ষ থেকে কণাদ পুরকায়স্থকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে শ্রীভূমি জিলা পরিষদের সভাপতি, সহ-সভানেত্রীসহ নবনির্বাচিত সকল সদস্য-সদস্যাদেরও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতেই সাংসদ কণাদ পুরকায়স্থকে উত্তরীয় পরিয়ে বরণ করেন ডিএসএ-র সভাপতি অমলেশ চৌধুরী। এরপর সংস্থার বিভিন্ন শাখার চেয়ারম্যান ও সচিবরা তাঁকে উপহার সামগ্রী প্রদান করেন। সংবর্ধনা গ্রহণ এ করে সাংসদ কণাদ পুরকায়স্থ শ্রীভূমি ডিএসএর উন্নয়নের স্বার্থে কুড়ি লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন। এর মধ্যে মাঠ উন্নয়নের জন্য ৫ লক্ষ টাকা এবং মেইন রোডে অবস্থিত সংস্থার পুরনো কার্যালয় পুনর্নির্মাণে ১৫ লক্ষ টাকা মঞ্জুর করেন। তাঁর বক্তব্যে সাংসদ জানান, শ্রীভূমিতে সাই শাখা ও সাংস্কৃতিক অ্যাকাডেমি প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নেবেন তিনি। এছাড়া খেলাধূলা এবং রাজনীতি একসঙ্গে না মিশিয়ে শ্রীভূমি ডিএসএ সুন্দরভাবে চলছে বলে তিনি উল্লেখ করলেন। কারণ, দেশের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি এবং কংগ্রেসের জেলা সভাপতি বর্তমানে শ্রীভূমি ডিএসএ-র সহসভাপতির পদ অলঙ্কৃত করছেন।
শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তথা জেলার ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমী নাগরিকদের প্রতিনিধি হিসেবে সাংসদকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংস্থার সচিব সুদীপ চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, শ্রীভূমি পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব, পুরসভার ভাইস চেয়ারম্যান সুখেন্দু দাস, সংস্থার আজীবন সদস্য সুখেন্দু বিকাশ পাল, বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিক, কংগ্রেসের জেলা সভাপতি তাপস পুরকায়স্থ, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট নাগরিকদের উপস্থিতি অনুষ্ঠানকে এক অনন্য মাত্রা দেয়।