শ্রীভূমি পুলিশের আধিকারিক পর্যায়ে রদবদল

শ্রীভূমি, ২২ অক্টোবর : জেলার পুলিশ বিভাগে কিছু জরুরি রদবদল করলেন সিনিয়র পুলিশ সুপার। ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদে এই রদবদল করা হয়েছে। সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস এ সংক্রান্ত নির্দেশ দিয়েছেন। শ্রীভূমি সদর থানায় ইন্সপেক্টর ওসি যাদব ডেকাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। জেলার তিনটি থানার ওসি এবং তিনজন সাব ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে।
ইন্সপেক্টর যাদব ডেকা হাইলাকান্দি থেকে সদর থানায় ওসির দায়িত্বে আসেন। পরবর্তীতে পুলিশ রিজার্ভে অন্তর্ভুক্ত ছিলেন। এবার ফের তাঁকে সদর থানায় ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
ফলে সদর থানার বর্তমান ওসি ইন্সপেক্টর তিলকচন্দ্র টেরনকে বদলি করা হয়েছে। তাঁকে রামকৃষ্ণনগর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। আর রামকৃষ্ণনগর থানার ওসি লিটন নাথকে বদলি করা হয়েছে নিলামবাজার থানার ওসি পদে। অন্যদিকে, নিলামবাজার থানার ওসির দায়িত্ব থেকে সরিয়ে সাব ইন্সপেক্টর নিশিরঞ্জন দে’কে সদর থানায় অ্যাটাচ অফিসার করা হয়েছে।
সাব-ইন্সপেক্টর খনিন্দ্র নাথকে পুলিশ রিজার্ভ থেকে কাঁঠালতলি ওয়াচ পোস্টের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। সাব ইন্সপেক্টর রিন্টু গগৈকে কাঁঠালতলি ওয়াচ পোস্ট থেকে সদর থানার অ্যাটাচ অফিসার পদে বদলি করা হয়েছে। সিনিয়র পুলিশ সুপার মঙ্গলবার এই বদলির নির্দেশ জারি করেন।
উল্লেখ্য, দিনকয়েকের মধ্যেই শ্রীভূমির বর্তমান সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস কাছাড় জেলায় সিনিয়র পুলিশ সুপারের দায়িত্বভার নেবেন। আর শ্রীভূমিতে সিনিয়র পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নেবেন লীনা দোলে। তিনি আগে সীমান্ত জেলায় অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন।



