Barak Valley

শ্রীভূমি বাইপাসে পার্কিং নিয়ে দু’পক্ষের মারামারি, আটক ২

শ্রীভূমি বাইপাসে পার্কিং নিয়ে তীব্র বিবাদে রণক্ষেত্র! গুরুতর আহত লরি চালক হাসপাতালে, আটক দুই

  • বাইপাসে পার্কিং নিয়ে ঝগড়া!
  • হোটেল মালিক ও গাড়ি চালকের মধ্যে সংঘর্ষের ঘটনা।
  • আহত লরি চালক- হোটেল মালিককে হেফাজতে নিয়েছে পুলিশ।

শ্রীভূমি, ১২ অক্টোবর : পার্কিং নিয়ে ছোটখাটো কথা কাটাকাটির জেরে রক্ত ঝরল শ্রীভূমি বাইপাসে। রবিবার সন্ধ্যা নাগাদ পার্কিং বিতর্ককে ঘিরে তীব্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বাইপাস এলাকা। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ফুড প্যালেস ফ্যামেলি রেস্টুরেন্ট এর মালিক হাসান দা হাতে তুলে নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন এবং সামনে থাকা ট্রাকচালককে আক্রমণ করেন বলে অভিযোগ। এতে চালক হরিবুর রহমানের হাতের অধিকাংশ অংশ কেটে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত রাত আনুমানিক ৮টার দিকে নিউ করিমগঞ্জ রেল স্টেশন সংলগ্ন বাইপাস রোডে। সেখানে একটি ট্রাক সাময়িকভাবে পার্ক করে রাখেন চালক হরিবুর রহমান। ওই ট্রাকের পার্কিং নিয়ে রেস্টুরেন্ট মালিক হাসান ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান। কথা কাটাকাটির মধ্যেই হাসান হঠাৎ রেস্টুরেন্টের ভিতরে ঢুকেদা হাতে বেরিয়ে এসে চালকের ওপর ঝাঁপিয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই চারপাশে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়, রাস্তায় জড়ো হয় বিপুল জনতা।

স্থানীয়রা দ্রুত আহত হরিবুর রহমানকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যান। কিন্তু রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে রাতেই শিলচর মেডিকেল কলেজে রেফার করেন। হরিবুর রহমানের বাড়ি নিউ করিমগঞ্জ স্টেশনের পাশে বাখরশাল গ্রামে। পরিবারের সদস্যদের দাবি, আমার ভাইকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এমন নৃশংসতা বাইপাসে এর আগে হয়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ রেস্টুরেন্টমালিক হাসান ও তার ভাইকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর বাইপাস এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্ত চলছে। আহতের অবস্থা গুরুতর। ঘটনার পেছনে পরিকল্পনা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, ছোট্ট একটা পার্কিং নিয়ে এমন রক্তপাত হবে কেউ ভাবতে পারেনি। হাসান হঠাৎ দা নিয়ে বেরিয়ে এসে চালকের ওপর ঝাঁপিয়ে পড়েন। চালক মাটিতে পড়ে যান, হাত থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। আরেকজন স্থানীয় ব্যবসায়ীর বক্তব্য, বাইপাসে প্রতিদিনই গাড়ি পার্কিং নিয়ে সমস্যা হয়। কিন্তু এবার যা ঘটল, সেটা রীতিমতো শিউরে ওঠার মতো। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে। স্থানীয়দের দাবি, এই রাস্তায় সঠিক পার্কিং নিয়ম না থাকার কারণে প্রায়ই ছোটখাটো বিবাদ ঘটে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া, নইলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশের এক কর্মকর্তা জানান, আটক দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে। অস্ত্র উদ্ধার করা হয়েছে। আহতের চিকিৎসা চলছে এবং অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তদন্তে আরও অনেক তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

Show More

Related Articles

Back to top button