শ্রীভূমি শম্ভুসাগর পার্কে কেক কেটে ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ভূপেন হাজারিকাকে শ্রদ্ধা জ্ঞাপন

শ্রীভূমি ৮ সেপ্টেম্বর: পূর্ণমর্যাদায় সুধাকন্ঠ ভূপেন হাজারিকার একশোতম জন্মবার্ষিকী পালন করা হল শ্রীভূমি জেলায়। স্থানীয় শম্ভুসাগর পার্ক প্রাঙ্গনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করে শ্রীভূমি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য বলেন ভূপেন হাজারিকা ছিলেন অসমের গর্ব। তিনি বিভিন্ন ভাষায় সংগীত রচনা করেছেন এবং আপন কন্ঠের যাদুতে সবাইকে মুগ্ধ করেছেন। বাংলা, অসমীয়া ও হিন্দি চলচ্চিত্রে ভুপেন হাজারিকার গাণগুলো আজও যেন চিরনতুন বলে মন্তব্য করেন বিশ্বরূপ ভট্টাচার্য। আপন সৃষ্টিতে ভূপেন হাজারিকা চিরকাল অসমবাসীর হৃদয় থাকবেন বলে মত ব্যক্ত করেন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য।
ভূপেন হাজারিকাকে অসমের গর্ব আখ্যা শ্রীভূমির অনুষ্ঠানে
সোমবার প্রাগ নিউজ এবং প্রাগ সতীর্থ ন্যাসের উদ্যোগে রাজ্যের একশোটি স্থানে ড. ভুপেন হাজারিকার জন্ম শতবর্ষ পালন করা হয়। অন্যান্য প্রান্তের সঙ্গে শ্রীভূমিতেও পালন করা হল সঙ্গীত শ্রেষ্ঠ ড. ভূপেন হাজারিকার ১০০ তম জন্মবার্ষিকী। শ্রীভূমি শহরের শম্ভু সাগরের শহীদ উদ্যানে শ্রীভূমি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য সহ স্থানীয় মহিলারা কেক কেটে উদযাপন করলেন জন্মের শতবর্ষ অনুষ্ঠান। স্থানীয় গীতবিতান সংগীত বিদ্যালয়ের শিল্পীরা ড. ভুপেন হাজারিকার বাংলা সঙ্গীত পরিবেশন করেন।
তাছাড়া এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার বহু সাংবাদিকরা। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রীভূমি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য মহামানব ড. ভূপেন হাজারিকা কে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি প্রাগ নিউজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সাংবাদিক রাহুল পাল, শীর্ষেন্দু শী, এম এস জাহির আব্বাস, সজিবুল আলম, সহ অন্যরা ভূপেন হাজারিকার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।