Barak Valley

শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশন রোডের সড়ক বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

  • আবেদন-নিবেদনেও মিলল না সাড়া
  • ড্রেন কাম ফুটপাত সংস্কারের দাবিতে জেলা আয়ুক্তের দ্বারস্থ ক্ষুব্ধ স্থানীয়রা

শ্রীভূমি ৪ সেপ্টেম্বরঃ শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশন রোড নামেই রোড, বাস্তবেএখন সেটা গর্তে ভরা মৃত্যু-ফাঁদ। সড়কের চিহ্নও আজ প্রায় বিলীন। প্রতিদিন হাজারো মানুষ এই পথ ধরে চলাচল করেন, অথচ কর্তৃপক্ষের নীরবতা যেন ইঙ্গিত দিচ্ছে, সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে শাসক দলের বিন্দুমাত্র মাথাব্যথা নেই। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই বিভাগীয় দপ্তরের দ্বারস্থ হয়েছেন। বারবার আবেদন পত্র, স্মারকপত্র জমা দেওয়া হয়েছে, তবুও কার্যত কোনো ইতিবাচক পদক্ষেপ নেই। সরকার কর আদায়ে যতটা সক্রিয়, মানুষের মৌলিক প্রয়োজনে ততটাই নিষ্ক্রিয়, এমন অভিযোগ উঠছে রামকৃষ্ণ মিশন রোড এলাকায়।

অভিযোগকারীরা জানিয়েছেন, শ্রীভূমির এই সড়কটি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলের মধ্যে একটি। এখানে রয়েছে রামকৃষ্ণ মিশন, সরকারি ডিসপেনসারি, রেডক্রস সেবা সদন, মহিলা স্কুল-কলেজ, আইন কলেজ, বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবন ইত্যাদি। প্রতিদিন শতশত মানুষ, ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগী, প্রবীণ নাগরিক; সবাই বাধ্য হচ্ছেন ভগ্নপ্রায় রাস্তা পেরিয়ে যাতায়াত করতে। ফলত প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। স্থানীয়দের মতে, সড়কের বর্তমান অবস্থা প্রমাণ করে শাসক দলের কাছে শিক্ষা, স্বাস্থ্য বা সংস্কৃতির কোনোই গুরুত্ব নেই। আছে কেবল ভোটের রাজনীতি।

বৃহস্পতিবার ক্ষুব্ধ স্থানীয়রা জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করে সড়কের দ্রুত সংস্কারের দাবি জানান।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আর সহ্য নয়। যদি অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হয়, আমরা গণতান্ত্রিক আন্দোলনের পথে নামতে বাধ্য হব। অঞ্চলবাসীর অভিযোগ, শাসক দলের নেতারা থাকেন। ক্ষমতায় বসেই তারা উধাও। মানুষের ভোটে ক্ষমতায় এসে মানুষকেই ভুলে যাওয়া এ সরকারের পুরনো অভ্যাস, বলেই ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। তারা আরও প্রশ্ন তোলেন, যেখানে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে এমন অবহেলা চলতে পারে কীভাবে? সরকারের কাছে কি মানুষের জীবন-সুরক্ষার কোনো মুল্যই নেই? বাসিন্দাদের দাবি, দ্রুত রাস্তাটির সংস্কার কার্যক্রম শুরু করতে হবে। নইলে আগামী দিনে শ্রীভূমির মানুষ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। এবার আর খালি কাগজে স্বাক্ষর নয়, এবার রাস্তায় নামব, সাফ জানিয়েছেন ক্ষুব্ধ জনগণ।

সর্বোপরি, শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশন রোড আজ শাসক দলের অবহেলার প্রকৃষ্ট নিদর্শন। প্রশ্ন একটাই, সাধারণ মানুষের দুর্ভোগ দেখেও সরকার কেন নীরব? জনগণের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তার দায়ভারই বা কে নেবে?

Show More

Related Articles

Back to top button