Barak Valley

শ্রীভূমি সিভিল হাসপাতালের দৈন্যদশা নিয়ে সরব যুব কংগ্রেস, স্মারকপত্র

শ্রীভূমি, ১৩ অক্টোবর : একের পর এক সংবাদ শিরোনাম দখল করে আসছে শ্রীভূমি অসামরিক হাসপাতাল। কখনো চিকিৎসা পরিষেবা বেহাল, কখনো পরিষ্কার-পরিছন্নতা কিংবা চিকিৎসকের কর্তব্যে গাফিলতি। স্বাস্থ্য পরিষেবা প্রায় ভেঙে পড়লেও নীরব কর্তৃপক্ষ। স্বাস্থ্য পরিষেবার উপর সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে। দেদার অর্থ খরচ করা হচ্ছে এই খাতে। কিন্তু এরপরও শ্রীভূমি হাসপাতালের কোনো উন্নয়ন নেই। জেলার লক্ষ লক্ষ মানুষের চিকিৎসার ভরসাস্থল অসামরিক হাসপাতাল নিজেই যেন রোগী হয়ে গেছে। হাসপাতালের আইসিইউতে এসি বিকল, ওয়ার্ডের ফ্যান নষ্ট, লিফট্ চলে না ইত্যাদি কারণে রোগীদের অবস্থা সংকটজনক। এসব নিয়ে সোমবার হাসপাতালের সুপারকে স্মারকপত্র দেওয়া হয়েছে।

আজ হাসপাতালে বিকল হয়ে পড়ে থাকা লিফট্ সচল করে তোলার দাবিতে হাসপাতাল সুপারের কাছে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়। সুপারের অনুপস্থিতিতে ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার দেবর্ষী চৌধুরি স্মারকপত্রটি গ্রহণ করেন। রোগীদের পক্ষ থেকে বেশ কয়েকজন নাগরিককে নিয়ে আজ এ ব্যাপারে জেলাশাসকের সঙ্গেও সাক্ষাৎ করেন জেলা যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী।

তিনি বলেন, প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রোগীরা গরমে হাঁসফাঁস করলেও ফ্যান চলছে না। ফলে বাইরে থেকে ফ্যান নিয়ে আসতে হচ্ছে রোগীর সঙ্গীদের। পাঁচ মাস থেকে হাসপাতালের লিফট বিকল রয়েছে। যার ফলে রোগীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষের তরফ থেকে লিফট সচল করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। হাসপাতাল পরিচালন সমিতির চেয়ারম্যান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এগুলোতে গুরুত্ব না-দেওয়ার অভিযোগ উত্থাপিত হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদারকি করতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

উল্লেখ্য, অসামরিক হাসপাতালটি বিগত কয়েক বছর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু, প্রসবকালীন সময়ে শিশু ও মায়ের মৃত্যু সহ বিভিন্ন ঘটনা ঘটতে থাকলেও নীরব কর্তৃপক্ষ।

Show More

Related Articles

Back to top button