Barak Valley
মহা ধূমধামে করিমগঞ্জেও ছটপূজা করলেন পূণ্যার্থীরা

করিমগঞ্জ : সারা দেশের সাথে করিমগঞ্জেও ধূমধামের সঙ্গে ছটপূজা সম্পন্ন হল৷ বিভিন্ন জাতির মানুষ এতে যোগদান করেন৷ বৃহস্পতিবার করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে কুশিয়ারা নদীর তীরে প্রতি বছরের মতো এবারও ছটপূজার আয়োজন করা হয়৷ বিসর্জন ঘাট, চরবাজার, সরিষা এলাকায় কুশিয়ারা নদীর তীরে কলাগাছ ও বিভিন্ন ধরনের মালা দিয়ে সাজানো হয়৷ বিভিন্ন স্থানে ছটপূজা দেখতে উপচে পড়ে ভিড়৷ ছটপূজা উপলক্ষে আতশবাজি জালানো হয়৷
এক পূণ্যার্থী ছটপূজা বিশেষত্ব উল্লেখ করে বলেন, এই পূজা ৩ দিন ধরে চলছে৷ একদিন ঘরে পূজা হয়৷ কলার ছড়া ও বিভিন্ন ফলমূল দিয়ে এর পূজা করা হয়৷ পুজোয় সবাই করতে পারেন, তবে নির্জলা উপবাস করতে হয়৷ ছট পূজার জন্য করিমগঞ্জ পুলিশ, সীমান্ত সুরক্ষা বাহিনী ছিল তৎপর৷