শ্রীশ্রী রাধা মদনমোহন জিউর মন্দিরে ৯ দিনের শ্রীমদ্ভগবদ মহাপুরাণ কথা জ্ঞানযজ্ঞ ৩০ আগস্ট শনিবার থেকে

শ্রীভূমি। ২৫ অগস্ট : শ্রীশ্রী রাধা মদনমোহন জিউ মন্দিরে শ্রীমদভাগবত মহাপুরান জ্ঞানযজ্ঞ অনুষ্ঠিত হবে আগামী ৩০ অগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
৩০ অগস্ট বিকাল ৪টা ৩০ মিনিটে শোভাযাত্রা সহযোগে কুশিয়ারা নদীর বিসর্জনঘাট থেকে গঙ্গা আনয়ন, গঙ্গা আরতি এবং অধিবাস অনুষ্ঠিত হবে। পরদিন ৩১ অগস্ট থেকে ভাগবত মহাপুরান কথা সপ্তাহ উদযাপন হবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
কলকাতা থেকে আগত প্রভুপাদ শ্রীশ্রী পার্থসারথি গোস্বামী মুখ নিঃসৃত সংগীতময়ী – ভাগবত পাঠ করবেন। সঙ্গে থাকবে কলকাতা থেকে আগত শিল্পীদের অনুষ্ঠান। স্থানীয় নৃত্যশিল্পীরা ৩, ৪ ও ৫, সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্ম লীলা, শ্রীকৃষ্ণের বাল্যলীলা, মাখন চুরি, রাসলীলা ইত্যাদিরপ্রদর্শন করবেন।
৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিশ্বকল্যাণার্থে শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় শুরু হবে মহাপ্রসাদ বিতরণ।
শ্রীশ্রী রাধা মদনমোহন জিউর মন্দির কমিটির পক্ষ থেকে সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই সূচির কথা জানান সম্পাদক গৌতম দাস। উপস্থিত ছিলেন মন্দির কমিটির কার্যকরী সভাপতি শ্যামল রায়, সহ-সভাপতি সুশীল কংস বণিক, ভাগবত সপ্তাহের আহ্বায়ক বাচ্চু দাস ও বিষ্ণুপদ নাগ।
তারা বলেন, সুদূর কলকাতা থেকে আসা প্রভুপাদ পার্থসারথি গোস্বামী মুখনিশ্রিত সংগীতময়ী ভাগবত পাঠ করবেন। সেইসঙ্গে থাকবেন কলকাতা থেকে আসা বিশিষ্ট কণ্ঠসঙ্গীত শিল্পী দল ও যন্ত্রসঙ্গীত শিল্পীরা।
স্থানীয় নৃত্যশিল্পীদের দ্বারা ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত কৃষ্ণের জন্মলীলা, কৃষ্ণের বাল্যলীলা, মাখন চুরি, রাসলীলা, রুক্মিণী বিবাহের কাহিনিগুলি তুলে ধরা হবে। অন্যদিকে, ৭ সেপ্টেম্বর সকাল আটটায় বিশ্বকল্যাণে শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হবে। দুপুর বারোটা থেকে শুরু হবে মহাপ্রসাদ বিতরণ।