সপ্তশিখা ক্লাবের বারোয়ারী পুজোয় নতুন চমক

সরিষা, ৩০ সেপ্টেম্বর: শারদীয় দুর্গোৎসব। হিন্দু বাঙালিদের সবচেয়ে বড়ো উৎসব। আর এর অঙ্গ হিসেবে শ্রীভূমি শহর সংলগ্ন সরিষা অঞ্চলের সপ্তশিখা ক্লাব তাদের বারোয়ারী পুজোয় নতুন চমক নিয়ে এসেছে। গ্রাম বাংলাকে খুব সুন্দর করে তুলে ধরার পাশাপাশি জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গাৰ্গ স্মরণ, পশ্চিমবঙ্গের নানান পুজোর নানান দিকের বর্ণনা এবং আরও অনেক চমক রয়েছে সপ্তশিখা ক্লাবের এবারের পুজোতে।
অন্যদিকে, রবিবার সন্ধ্যাবেলা উক্ত ক্লাবের পুজোর উদ্বোধন করেন শ্রীভূমির প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, বদরপুর-চৈতন্যনগর জেলাপরিষদ এবং শ্রীভূমি জেলা পরিষদ সহ-সভাপতি সাথী কুরি, সরিষা-চরাকুড়ি পঞ্চায়েত সভানেত্রী রীতা দাস, সপ্তশিখা ক্লাবের সভাপতি কন্দর্প শর্মা, উক্ত ক্লাবের সদস্য সচিব অপু দাস এবং আরও অন্যান্যরা। এই আকর্ষণীয় পূজা মন্ডপটি ঘুরে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সপ্তশিখা ক্লাবের পুজ কমিটির লোকেরা।