Barak Valley
নিযুক্তি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষামন্ত্রীকে স্মারকপত্র

মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র NSUI-র
হাইলাকান্দি : শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগুর দরবারে হাইলাকান্দিতে ADRE সহ সব ধরনের নিযুক্তি পরীক্ষা কেন্দ্র দেওয়ার দাবি জানিয়েছে NSUI. গুয়াহাটি সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই দাবিতে এক স্মারকপত্র তুলে দেন NSUI-র রাজ্য সম্পাদক তথা ছাত্রনেতা মজমুল ইসলাম লস্কর৷ এদিন উপস্থিত ছিলেন কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্করও৷ বিধায়ক সুজাম উদ্দিনকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে হাইলাকান্দিতে নিযুক্তি পরীক্ষা কেন্দ্র দেওয়ার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী৷ উপস্থিত ছিলেন আইনজীবি শাহাদাত হোসেন, আব্দুল ওয়াহাব, সাহিল চৌধুরী৷