Barak Valley

সমাজ সচেতনতায় অধিক গুরুত্ব বদরপুর পৌরসভার

বদরপুর : এবার বিশ্ব পরিবেশ দিবসে বদরপুর পৌরসভা ব্যতিক্রমী কার্যসূচি পালন করেছে৷ তারা বৃক্ষরোপনের ওপর অধিক গুরুত্ব বাড়াতে শহরের বিভিন্ন এলাকায় পথনাটিকা অনুষ্ঠিত করে সমাজকে সচেতন করার উদ্যোগ নেয়৷ পথনাটিকার থিম ছিল ‘প্লাস্টিক মুক্ত পৃথিবী’৷ পরিবেশ রক্ষা করতে প্রথমেই প্লাস্টিক বর্জন করতে হবে৷ প্লাস্টিক আমাদের চারপাশের পরিবেশ দূষণে বৃহৎ পরিমাণের ক্ষতি করছে বলেও মত প্রকাশ করেন বক্তারা৷ পথনাটিকার মাধ্যমে পরিবেশ সুন্দর ও সুষ্ঠভাবে রাখতে চারাগাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়৷ তাদের মতে, বৃক্ষের ছায়ার নিচে গোটা পৃথিবী আবৃত থাকলে নানা ধরনের রোগ দূরে সরে যায়৷ তাই পথ নাটিকাতে এসব গুরুত্বপূর্ণ বিষয় প্রদর্শন করেন তারা৷ এ ছাড়া এদিন বদরপুর পৌরসভার তরফে শহরের অলিগলিতে বিভিন্ন জাতের চারাগাছ রোপণ করা হয়েছে৷ উপস্থিত ছিলেন চেয়ারপারসন রুবি নাগ, নিরূপম আচার্য, বাদল রায়, দীপক দেব, দিগ্বিজয় সরকার সহ অন্যরা৷

Show More

Related Articles

Back to top button