সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের শিলচর আঞ্চলিক কমিটি গঠন

শিলচর, পিএনসি– গত সোমবার –শিলচর শহরের বরাককণ্ঠ পত্রিকা দপ্তরে কয়েকজনবাঙলা ভাষা প্রেমী মানুষের উপস্থিতিতে এবং বিশিষ্ট সাংবাদিক হারান দে-র সভাপতিত্বে এক সভায় গঠিত হয় সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের ,শিলচর আঞ্চলিক কমিটি । কমিটির কেন্দ্রীয় কমিটির অনুমোদনপ্রাপসর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের শিলচর আঞ্চলিক কমিটি গঠন ।
কমিটির কেন্দ্রীয় কমিটির অনুমোদনপ্রাপ্ত এই শাখার সদস্যরা হলেন সভাপতি হারাণ দে, সহ-সভাপতি গৌতম সিংহ ও কানাই লাল দাস৷ সম্পাদক সন্তোষ চন্দ৷ সহ-সম্পাদক বাপি রায়, সোনালি দে৷ সাংস্কৃতিক সম্পাদিকা গায়েত্রী দেব ও কোষাধ্যক্ষ হয়েছেন শিব শংকর ধর। কার্যকরী সদস্যদের মধ্যে আছেন লোহিতেশ দাস , অভিষেক পাল ও সমর দেব।
সমিতির গঠনে সন্তোষ প্রকাশ করেছেন বাংলা ভাষা মঞ্চের বরাক উপত্যকা কমিটির আহবায়ক ড. স্বপ্না ভট্টাচার্য ও পূর্বাঞ্চলের দায়িত্ব প্রাপ্ত সংযোজক সাধন পুরকায়স্থ । সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নীতীশ বিশ্বাস এ প্রসঙ্গে জানান যে সর্বভারতীয় বাংলা ভাষামঞ্চ আর পাঁচটা মাতৃভাষা সংগঠনের মতো নয়। আর কেবল অনুষ্ঠান নয় এটি একটি আন্দোলনের মঞ্চ। ভারতে ভাষা গণতন্ত্রের প্রতিষ্ঠাই এদের মুখ্য উদ্দেশ্য।