Updates

সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের শিলচর আঞ্চলিক কমিটি গঠন

শিলচর, পিএনসি– গত সোমবার –শিলচর শহরের বরাককণ্ঠ পত্রিকা দপ্তরে কয়েকজনবাঙলা ভাষা প্রেমী মানুষের উপস্থিতিতে এবং বিশিষ্ট সাংবাদিক হারান দে-র সভাপতিত্বে এক সভায় গঠিত হয় সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের ,শিলচর আঞ্চলিক কমিটি । কমিটির কেন্দ্রীয় কমিটির অনুমোদনপ্রাপসর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের শিলচর আঞ্চলিক কমিটি গঠন ।

কমিটির কেন্দ্রীয় কমিটির অনুমোদনপ্রাপ্ত এই শাখার সদস্যরা হলেন সভাপতি হারাণ দে, সহ-সভাপতি গৌতম সিংহ ও কানাই লাল দাস৷ সম্পাদক সন্তোষ চন্দ৷ সহ-সম্পাদক বাপি রায়, সোনালি দে৷ সাংস্কৃতিক সম্পাদিকা গায়েত্রী দেব ও কোষাধ্যক্ষ হয়েছেন শিব শংকর ধর। কার্যকরী সদস্যদের মধ্যে আছেন লোহিতেশ দাস , অভিষেক পাল ও সমর দেব।

সমিতির গঠনে সন্তোষ প্রকাশ করেছেন বাংলা ভাষা মঞ্চের বরাক উপত্যকা কমিটির আহবায়ক ড. স্বপ্না ভট্টাচার্য ও পূর্বাঞ্চলের দায়িত্ব প্রাপ্ত সংযোজক সাধন পুরকায়স্থ । সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নীতীশ বিশ্বাস এ প্রসঙ্গে জানান যে সর্বভারতীয় বাংলা ভাষামঞ্চ আর পাঁচটা মাতৃভাষা সংগঠনের মতো নয়। আর কেবল অনুষ্ঠান নয় এটি একটি আন্দোলনের মঞ্চ। ভারতে ভাষা গণতন্ত্রের প্রতিষ্ঠাই এদের মুখ্য উদ্দেশ্য।

Show More

Related Articles

Back to top button