বরাক উপত্যকায় সরকারী স্তরে ভাষা আইন লঙ্ঘন

পিএনসি, শিলচর : বরাক উপত্যকায় সরকারী স্তরে ভাষা আইন লঙ্ঘন করে বাংলা ভাষার ব্যবহার না করলে আমরা সোচ্চার হই। কিন্তু বেসরকারি স্তরে ভাষা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কথা বলিনা। সম্প্রতি শিলচর রেল ষ্টেশনে বাংলা ভাষাকে উপেক্ষা করে অন্য ভাষায় সাইন বোর্ড লাগানোতে ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের পক্ষ থেকে রেল বিভাগকে নালিশ জানানো হয় ।
এই অভিযোগ পাবার পর রেলওয়ে র লামডিঙের ডিআরএম এবিষয়ে ব্যাবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু অনেক বার বলার পরও শিলচরের শিলং পট্টি,-জেল রোডে জনৈক মাড়োয়ারি মালিক তার দোকানের সাইন বোর্ড সুরুচি ইলেকট্রিক অসমীয়া ভাষায় লিখতে পছন্দ করেছেন। অনেক বার বলা সত্ত্বেও ভাষা আইন তথা বরাক সম্পর্কে অনভিজ্ঞ এই মাড়োয়ারি মালিক কোন ব্যবস্থা নেন নাই।
আর সরকারী কার্যালয়ে স্থানীয়দের নিয়োগ না হলে আমরা সোচ্চার হ ই । কিন্তু বেসরকারি ক্ষেত্রে? এই যে স্মার্ট বাজার বা বিশাল ।স্থানীয় কজন যুবক যুবতী এ গুলোতে কাজ পেয়েছে -তার খবর ই বা ক জন রাখেন ! যারা আছে এরা হচ্ছে বাংলা নাজানা অবাঙালি কর্ম চারী। আর আমাদের ছেলেদের বরাকে চাকুরী না পেয়ে বাড়ি ঘর ছেড়ে ব্যাঙ্গালোরু মুখী হতে হচ্ছে।