Barak ValleyAssamNorth-East
সীমান্ত চেতনা মঞ্চের প্রতিযোগিতা পিছিয়ে ১৮ ডিসেম্বর

করিমগজ্ঞ, ১৫ ডিসেম্বর : সীমান্ত চেতনা মঞ্চ পূৰ্বোত্তরের অধীন করিমগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় আসাম রাজ্যিক সীমান্ত ক্রীড়া প্রতিযোগিতার বাছাই পর্ব ১৮ ডিসেম্বর করিমগঞ্জ কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। আগে এই ক্রীড়া প্রতিযোগিতা ১৭ ডিসেম্বর সরকারি স্কুলের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে এই তারিখ ও স্হান পরিবর্তন করা হয়েছে। এদিন সকাল সাড়ে আটটায় ইচ্ছুক প্রতিযোগিদের করিমগঞ্জ কলেজের খেলার মাঠে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে। নটায় খেলা শুরু হবে বলে জানান মঞ্চের সভাপতি গৌতম দে । উক্ত অবাঞ্ছিত পরিবর্তনের জন্য সীমান্ত চেতনা মঞ্চ করিমগঞ্জ জেলা শাখা দু:খ প্রকাশ করেছেন।