সুতারকান্দিতে এইডস সংক্রান্ত সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সুতারকান্দিতে এইডস সংক্রান্ত সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন হয় শুক্রবার। অনুষ্ঠানে পৌরহিত্য করেন বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপক সাব্বির আহমেদ। জেলা টিভি অফিসার ডাঃ বি কে সরকার তাঁর বক্তব্যে বলেন, সচেতনতার অভাব এবং অসাবধানতার কারণে আমাদের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। এইডস এর লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিলে এটা থেকে পরিত্রান পাওয়া সম্ভব বলেন ডাঃ বি কে সরকার। বিভাগীয় কর্তা রাহুল দাস বলেন, জেলার সরকারি হাসপাতালগুলোতে এইডস সংক্রান্ত চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়াও বক্তব্য রাখেন আইনজীবী আবুল হাসনাত চৌধুরী, সমাজকর্মী ফয়জুর রহমান চৌধুরী, আব্দুর রকিব চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল হাফিজ, জন্নতুল হক চৌধুরী, আনোয়ার হোসেন চৌধুরী, ফয়সল আহমদ প্রমুখ। শীঘ্রই নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান সভাপতি এইচ এম আমির হোসেন। ধন্যবাদসূচক বক্তব্যের পর অনুষ্ঠানের সমাপ্তি করেন তিনি।