Barak Valley
হাইলাকান্দি পুরসভার ১২ নং ওয়ার্ডের উপনির্বাচনে মনোনয়ন তিনজনের

জনসংযোগ, হাইলাকান্দি, ৩০ নভেম্বর: মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে হাইলাকান্দি পুরসভার ১২নং ওয়ার্ডের উপ নির্বাচনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার এই উপনির্বাচনের জন্য নির্দল প্রার্থী পিংকি দেব, বিজেপি প্রার্থী সুদীপ্তা সেনগুপ্ত এবং কংগ্রেস প্রার্থী মৌসুমী শর্মা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র গুলি আগামী শনিবার পরীক্ষা করা হবে। আগামী ৫ ডিসেম্বর বিকেল তিনটা পর্যন্ত মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। ভোট অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। ২১ ডিসেম্বর ভোট গণনা করা হবে। এদিকে রাজ্য নির্বাচন কমিশন থেকে এই উপনির্বাচনের জন্য হাইলাকান্দির এডিসি লাইরহলু খেনতেকে অবজারভার হিসাবে নিযুক্ত করা হয়েছে।