সুরক্ষিত শৈশব সোনালী অসমের অধীনে করিমগঞ্জে গ্রীষ্মকালীন কর্মশালা

জনসংযোগ, করিমগঞ্জ : সুরক্ষিত শৈশব সোনালী অসম এর অধীনে শিশু সুরক্ষায় ৯০ দিন ব্যাপী অনুষ্ঠিত কার্যসূচির আওতায় করিমগঞ্জে গ্রীষ্মকালীন কর্মশালার আয়োজন করা হয়েছে। করিমগঞ্জের জেলা শিশু সুরক্ষা বিভাগের উদ্যোগে ২০ জুলাই থেকে ৭ দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। করিমগঞ্জের দীনেশচন্দ্র দেব স্মৃতি চিলড্রেন হোমে ৭ দিন ব্যাপী এই কর্মশালা চলবে। এতে হস্ত ও কলা, নৃত্য, নাটক ইত্যাদি অনুষ্ঠিত হচ্ছে। শিশুদের প্রতিভার বিকাশ ঘটাতে এবং মানসিকভাবে উত্সাহ প্রদান করতে ২০ জুলাই, বৃহস্পতিবার দীনেশচন্দ্র দেব স্মৃতি চিলড্রেন হোমে এই কর্মশালার সূচনা করা হয়েছে। এতে ওই চিলড্রেন হোমের শিশুরা অংশ গ্রহণ করে। এদিকে ৭ দিনব্যাপী এই কর্মশালার শেষে শিশুদের মধ্যে এক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। করিমগঞ্জের ডেস্টিনি এনজিও-র সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় যোগদান করে শিশুদের উত্সাহ প্রদান করতে সকলের প্রতি জেলা শিশু সুরক্ষা বিভাগ থেকে আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবারের উদ্বোধনী অনুষ্ঠানে শিশু সুরক্ষা আধিকারিক দেবযানী দাস, ডেস্টিনি এনজিও র পক্ষে সচিব মান্না দে, পরামর্শদাতা নীলকমল দত্ত, রিসোর্স পার্সন নবনীতা চৌধুরী ও নবনীতা রায় প্রমূখ অংশগ্রহণ করেন।