Barak Valley
সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা

জনসংযোগ, শিলচর, ১০ জুন : কাছাড়ের ‘জেলা দিবস’ উদযাপনের অঙ্গ হিসেবে আগামী ১২ জুন সোমবার একটি সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করেছে জেলা প্রশাসন।
জেলাশাসকের কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪ টায় শোভাযাত্রা বের হবে। এরপর দেবদূত পয়েন্ট, সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, প্রেমতলা পুলিশ পয়েন্ট পরিক্রমা করে মহিলা কলেজ হয়ে শিলংপট্টি ডিসি বাংলো রোড, টেনিস ক্লাব হয়ে পূর্ত কার্যালয়ে সামন হয়ে পৌঁছবে পুলিশ প্যারেড গ্রাউন্ডে পয়েন্ট এবং সেখানে শোভাযাত্রার সমাপ্তি ঘটবে।