মাতৃ-পিতৃ বন্দনা : ফেব্রুয়ারিতে ৪ দিনের বিশেষ ছুটি

গুয়াহাটি : অসম সরকার মাতৃ-পিতৃ বন্দনা প্রকল্পের অধীনে রাজ্য সরকারি কর্মীদের আগামী বছরের ৯ ও ১৯ ফেব্রুয়ারি বিশেষ ছুটি (casual leave) মঞ্জুর করেছে৷ এই দুদিনের সঙ্গে সঙ্গে ১১ ফেব্রুয়ারি, ২য় শনিবার এবং ১২ ফেব্রুয়ারি রবিবার – একসঙ্গে ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা৷ এই ছুটি নিতে হলে রাজ্য সরকারি কর্মীদের পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে৷
রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসেবার স্বার্থে অসমের রাজ্যপাল মাতৃ-পিতৃ বন্দনা প্রকল্পের অধীনে ৯ ও ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি মঞ্জুর করেছেন৷ তবে তার জন্য পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে সরকারি কর্মীদের৷ এই ২ দিনের সঙ্গে ২য় শনি ও রবিবার মিলিয়ে মোট ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা৷ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এর আগে মাতা-পিতাকে তীর্থদর্শন সহ অন্য জায়গায় ঘুরিয়ে আনার জন্য সরকারি কর্মীদের বিশেষ ছুটি মঞ্জুর করা হবে৷