EducationBarak Valley

স্নাতক স্তরের ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র বিদ্যার্থী পরিষদের

করিমগঞ্জ : বৃহস্পতিবার জেলা ABVP ছাত্র সংগঠনের কর্মকর্তারা স্নাতক স্তরে ব্যাপক হারে ফি বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে স্বাক্ষর সমেত এক স্মারকপত্র করিমগঞ্জের জেলা উপায়ুক্তের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করেন৷ পূর্বে উচ্চশিক্ষা অধিদফতর, আসাম স্নাতক ছাত্রদের জন্য একটি নতুন ফি কাঠামো প্রকাশ করেছে৷ দেখা গেছে, স্নাতক শিক্ষার্থীদের জন্য ফি হঠাৎ করে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে৷ শিক্ষার্থীদের একটি বড়ো অংশ রয়েছে যারা বিনামূল্যে শিক্ষার সুবিধা পাচ্ছে না এবং সবদিকে চলতে থাকা মুদ্রাস্ফীতির মধ্যে এই ফি বৃদ্ধি করাটা কাটা গায়ে লবণ ঢালার মতো৷ এইভাবে বর্ধিত হারে শুল্ক থাকলে অনেক ছাত্র নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারবে না৷ তাই করিমগঞ্জ শাখা ABVP সদস্যরা করিমগঞ্জের জেলাশাসকের মাধ্যমে অসমের শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছেন৷ তারা এই ফি কাঠামো পুনর্বিবেচনার জন্য শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন যাতে শিক্ষার্থীরা তাদের শিক্ষা চালিয়ে যেতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয়৷

Show More

Related Articles

Back to top button