Barak Valley

স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জে আগামী ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করতে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আয়ুক্ত কার্মালয়ের সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে৷ জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সহকারী আয়ুক্ত রূপক মজুমদার বিগত বছরের স্বাধীনতা দিবস উদযাপনের কার্মসূচি পাঠ করেন৷

এতে স্বাধীনতা দিবসের দিন সকাল ৬টায় প্রভাতফেরি, সকাল ৭টায় ব্যক্তিগত ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় সরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন৷ সকাল ৮:২০ মিনিটে জাতীয় পতাকা সহ করিমগঞ্জ শহরে দৌড়, সকাল ৮:৩০ মিনিটে ডাক বাংলো প্রাঙ্গণের শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ৷ সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে মুখ্য অতিথি কর্তৃক DSA খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড ও মার্চ পাস্ট, বিভিন্ন ক্ষেত্রের আবেদনকারীদের পুরষ্কার প্রদান ইত্যাদি৷

এছাড়াও হাসপাতাল, রেডক্রস, জেল, বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম ইত্যাদিতে ফলমূল বিতরণ৷ বেলা ২:৩০ মিনিটে রয়েছে প্রদর্শনী ফুটবল ম্যাচ৷ বিকাল ৫:৪৫ মিনিটে রয়েছে পতাকা অবনমন৷ সন্ধ্যা ৬টায় সরকারি ও ব্যক্তিগত ভবনে আলোকসজ্জা বলে জানানো হয়৷

সভায় ডিসি এনজিও ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন৷ তিনি অমৃত বৃক্ষ আন্দোলনের অধীনে ১৫ আগস্টের মধ্যে ৯ লক্ষ গাছের চারা রোপণ ও এদিনে অনুষ্ঠানে গাছের চারা বিতরণ করার পরামর্শ দেন৷

জেলার প্রতিটি রাজস্ব চক্রে অনুরূপ কার্যসূচির মধ্যে স্বাধীনতা দিবস পালন করা হবে বলে জানানো হয়৷

উপস্থিত ছিলেন পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব, মক্তদির চৌধুরী, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, ধ্রুবজ্যোতি পাঠক, প্রিয়াঙ্কা ইয়ুমনাম, ইফতিখার জামান, হাবিবুর রহমান চৌধুরী ও অন্যান্যরা৷

Show More

Related Articles

Back to top button