Barak Valley

স্মার্ট মিটারের মাত্রাতিরিক্ত বিলের প্রতিবাদে মাঠে নামল যুব কংগ্রেস

করিমগঞ্জ : বিদ্যুতের লাগামছাড়া দাম বৃদ্ধি, অন্যদিকে গ্রাহকদের স্মার্ট প্রিপেড মিটার লাগিয়ে নতুন কায়দায় ব্যাপক হারে মাশুল আদায়ের চেষ্টা । তারই প্রতিবাদে রবিবার উত্তাল হলো সীমান্ত শহর করিমগঞ্জ । রবিবার পূর্ব সূচি অনুযায়ীই বিদ্যুৎ বিভাগের স্মার্ট মিটারের বিরুদ্ধে গর্জে উঠে যুব কংগ্রেসিরা । দলীয় কর্মী ও সমর্থকদের বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠে শহর করিমগঞ্জ । প্রতিবাদকারীরা রাজ্যের বিদ্যুৎ বিভাগের মন্ত্রী নন্দীতা গার্লোসার কুশপুতুল পোড়াতে গেলে করিমগঞ্জ সদর থানার পুলিশ অ‌গ্নি নির্বাপক বাহিনীকে নিয়ে মা‌ঠে নে‌মে প‌রিস্থি‌তি সামাল দিতে হয় । বিক্ষোভকারীরা জাতীয় সড়ক অবরোধ করে স্মার্ট মিটার ব‌ন্ধের দা‌বি‌তে নানা স্লোগা‌নে মে‌তে উ‌ঠলে শহরে সৃষ্টি হয় তুমুল যানজট । মুখ্যমন্ত্রীর নামে মুর্দাবাদ দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রী নন্দীতা গার্লোসার পদত্যাগ, বিদ্যুৎ বিভাগ মুর্দাবাদ ধ্বনিতে মুখরিত করে তোলেন জেলা কংগ্রেসের কার্যালয় চত্বর ।

প্রতিবাদকারীরা বলেন, প্রিপেড মিটার বসলে বিদ্যুৎ বাবদ খরচ বাড়বে। বর্তমান ডিজিটাল মিটারগুলিকে অকারণে নষ্ট করা হবে। যেসব কর্মীরা মিটার রিডিং নেন, তাঁরা কাজ হারাবেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আগে সংশ্লিষ্ট সংস্থা গ্রাহককে এখন ১৫ দিনের নোটিস দেয়। এখানে তার সুযোগ নেই। টাকা শেষ হলেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে। তাদের কথায়, স্মার্ট মিটার আসলে স্মার্টভাবে লুট করার যন্ত্র। তাই তারা সর্বাত্মকভাবে এর বিরোধিতা করছেন ।

Show More

Related Articles

Back to top button