Barak Valley
হাইলাকান্দিতেও বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংযোগ, হাইলাকান্দি, ১১ জুলাই : জনসংখ্যা নিয়ন্ত্রণের বার্তা দিতে হাইলাকান্দি জেলায়ও বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। এই উপলক্ষে হাইলাকান্দির স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে একটি সারথি ভেন গাড়ির উদ্বোধন করা হয়। এডিসি লালরহলু খেংতে পতাকা নেড়ে এই ভেনটির যাত্রা শুরু করেন। এই উপলক্ষে দুইজন কৃতী আশা কর্মীকে সংবর্ধনা জানানো হয়। এরা হলেন রিজমা বেগম লস্কর এবং স্বপ্না বেগম চৌধুরী। উল্লেখ্য ভেন গাড়িটি জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজে লাগানো হবে৷